ঈদের দাওয়াত, কোলাকুলির অনুষঙ্গ সেভাবে দানা বাঁধেনি তাদের জীবনে। আধো চেনা পার্বণের খুঁটিনাটি বোঝাবুঝিতে করোনা মহামারী বিধ্বস্ত দিনে সেই ঈদ অন্য অর্থ বহন করছে কারো কাছে। চাঁদ রাতের ঠিক আগে তাদের কারো কারো জন্য খড়কুটোর সাহায্য এসেছে। রেহান, নূর, সালমা আর সাকিবের কাছে বিক্ষিপ্ত অনুভবের ছোঁয়াচেই সেজে উঠছে ঈদের খুশি। এমনই গল্পে নির্মিত হয়েছে ঈদের নাটক ‘হারানো সুর’।